অামাদের ঘর  অাগুনে পুড়ালো
সব জানোয়ার মিলে
চোখের সামনে মেরেছে স্বজন
নির্মম তিলেতিলে।
প্রাণ ভয়ে তাই পালিয়ে এলাম
তোমাদের এইদেশে
তাড়িয়ে দিয়ো না বন্ধু তোমরা
ঠাঁই দাও ভালবেসে।
দুদিন আগেও তোমাদের মতো
অামাদের ছিল দেশ
দেশের মাটিতে যেভাবেই থাকি
সুখেই ছিলাম বেশ।
পরিবার নিয়ে কষ্টেসৃষ্টে
যদিও কাটতো দিন
প্রিয় মুখ দেখে হৃদ মন্দিরে
বাজতো সুখের বীন।
সংসার জুড়ে সুখ ছিল কত
নিমিষেই হলো ছাই
দেশছাড়া হয়ে গৃহহারা হয়ে
পথে পথে ঘুরি ভাই।


তিনদিন ধরে অনাহারে আছি
হাটতে পারি না আর
ক্ষুধার জ্বালায় দুচোখে শুধুই
নামছে অন্ধকার।
শিশুটির দিকে চেয়ে দেখো ভাই
প্রাণ বুঝি চলে যায়
যাদুর কপালে এমন মৃত্যু
লিখেছিলো বিধাতায়?
এ কষ্ট আর সয় না গো প্রাণে
মৃত্যুই ভালো ছিলো
কি এমন দোষে বিধি আমাদের
এই যন্ত্রণা দিলো?


মানুষ এতটা অমানুষ হয়
দেখলাম নিজ চোখে
পশুর মতন গণধর্ষণ
ছেলের সামনে মাকে।
মানুষ কিভাবে সৃষ্টির সেরা
কেউ কি বলতে পারো
কর্মকাণ্ডে জঘন্য কীট
শয়তানেরও বড়।
তুচ্ছ ব্যাপারে ধর্ষণ খুন
হচ্ছে বিশ্ব জুড়ে
হত্যার পর উল্লাস করে
অাগুন দিয়েও পুড়ে।
মানুষের প্রতি ঘৃণা জন্মেছে
কি অার বলবো ভাই
নিজেকে মানুষ পরিচয় দিতে
লজ্জায় মরে যাই।
অস্ত্র ঠেকিয়ে সব কেড়ে নিলো
অবশেষ কিছু নাই
বিধাতার কাছে ওদের নামেতে
নালিশ দিলাম তাই।
ক্ষমতার লোভে আজকে যাদের
অন্ধ হয়েছে চোখ
মানুষকে তারা মানুষ ভাবে না
তাদের পতন হোক।
যারা অামাদের বাধ্য করেছে
থাকতে রাস্তাঘাটে
ওদের বিচার করবে মালিক
শেষবিচারের মাঠে।


মাত্রাবৃত্ত ৬+৬+৬+২