ছবি তোলায় ব্যস্ত ছিলো হাজার হাজার লোক,
সার্কাসেরই হাতি যেন দ্যাখছিল সব চোখ।
ভিড় জমিয়ে রাস্তাটাকে বন্ধ করে দিয়ে,
দাঁতকেলিয়ে তুললি ছবি সময় ভুলে গিয়ে।
লাশের সারি হচ্ছে ভারি
আসছে ভেসে আহাজারি
তখন তোরা সেলফি তুলিস ফোনটা হাতে নিয়ে;
সব কাজেরই তুলিস ছবি
কবে তোরা মানুষ হবি?
বুঝিস নারে ও বাঙালি মরা এবং বিয়ে।
বিপদ দেখে মুখে হাসি ক্যামনে আসে বল্!
কখন তোদের বুদ্ধি হবে সেলফিবাজের দল?