জাগতিক সুখ তাপ পরিহার করে
পরের কারণে শুধু কাঁদো একবার,
দেখবে সুখের সাগর তোমার অন্তরে
জমে থাকা ক্লেশগুলো হয়েছে ফেরার।
কামনা বাসনা লোভ থাকবেনা আর
অনাহারে অাছে যারা যাও তার দ্বারে,
যারা অাছে রোগে শোকে জগত মাঝার
তাদের সেবায় খোঁজ পাবে বিধাতারে।


জীবনের মানে নয় ভোগ বিলাসিতা
অারো চাই অারো চাই কেন সারাক্ষণ,
মানবের উপকারে সঁপিলে জীবন
দূর হবে মন থেকে না পাওয়ার চিতা।
পৃথিবীতে স্বর্গ স্বাদ অনুভব হবে
পরোপকারের মাঝে থাকো যদি ডুবে।


প্রকাশকাল ১৫/১০/১৭ ইং।
৮+৬ অক্ষরবৃত্ত সনেট (কখ কখ খক খক গঘ ঘগ ঙঙ)