মিশর থেকে পেঁয়াজ এলো ভাবলো তখন জনগণ
পেঁয়াজ দিয়ে করবো আবার মজার যত আয়োজন।
পেঁয়াজ সে তো লাগেই লাগে রাঁধতে গেলে তরকারি
নইলে জিভে স্বাদ লাগে না এ যে ভীষণ দরকারী।
আগের দামে কেনা যাবে এই ভেবে লোক হাফ ছাড়ে
কিন্তু এ কি! পরের দিনই আগের চেয়ে তাপ বাড়ে।
পাকিস্তানের পেঁয়াজ এলো সব চেতনা ঝিম পাড়ে
তবু কেন দাম কমে না সরকারে কী ডিম পাড়ে?
তুঘলকি এই কাণ্ড দেখে দেশের মানুষ বলে আজ
বাজার নিয়ন্ত্রনে রাজার দেখছি না তো কোনো কাজ!
আমদানি আর বাজারদরের মধ্যে কত ব্যবধান?
এসব নিয়ে আমলারা তার নাড়ে না ক্যান মাথা-কান?
টাকা হলেই পাচ্ছি পেঁয়াজ  দুইশ' আশি প্রতি সের
ঘাটতি মোটেও নেই পেঁয়াজের ঘাটতি হলো চরিত্রের।
গুদামঘরে পচায় পেঁয়াজ ভণ্ড কিছু ব্যবসায়ী
দাম বাড়ানোর পিছে ওদের লোভটা হলো মূল দায়ী।