বাস্তব - সম্পা গাঙ্গুলি


জীবন নামের এই খেলাঘরে চলছে নানান খেলা ...
মানুষ থেকে অমানুষ হতে লাগছে না একবেলা ,
মনুষ্যত্ব ধূলোয় মিশে খাচ্ছে গড়াগড়ি ..
আপন হয়ে মারছে চাবুক, পিঠে বসাচ্ছে ছূরী,
বিশ্বাস ঘাতকদের নামের খাতায় এরাই যে মহান..
স্বার্থ সিদ্ধির অভিনয়ে এদের জয় গান,
পরের দুঃখে মুচকি হাসে ,   মনটা এদের কালো ..
ঘুঁটে পোড়ে গোবর হাসে , মনে রাখা ভালো,
এ দিন তো সবার জীবনে একবার তো আসে ..
যদিও এরা থাকে না তো বিপদে কারোর পাশে,
দুঃখ ছাড়া আর তো কিছু নেইত এদের কাছে..
হতাশার হাত ধরে এরা জীবনে শুধু বাঁচে
একটি করে মানব জীবন হাতে আছে শুধু সময় ..
ভালো কিছু করে না হয় দাও মনুষ্বত্যের পরিচয়।