আমার বয়স তখন হবে ৯বা ১০ ,খাটে বসে  স্কুলের পড়া করতে করতে হঠাৎ দুটি লাইন মনে পড়ল , লিখে রাখতে হবে কোথাও তাই ,পড়ার সব বই খাতা ওলট পালট করে একটা ডায়রি খুঁজে পেলাম , লিখে নিলাম লাইন দুটি তখনই যদি ভুলে যাই ! জীবনের প্রথম কবিতা বলে কথা , সে সময় সেই দুটি লাইন যেন আমাকে অন্যের থেকে একটু আলাদা করে দিতে পারে তাই মনে হল সে বয়সে , লাইনটি ছিল ," বাঁশ গাছে ঐ দেখ পাখি কথা কয়, রোজ রোজ কেন এই দুষ্টু ঝড় হয় "  সংঙ্গে সংঙ্গে মায়ের কাছে দৌড়ে গেলাম মা -মা দেখো আমি দু লাইন কবিতা লিখেছি , মা পোড়ে খুব খুশি হয়ে আমায় আদর করল , বলল "চেষ্টা কর পরের লাইনগুলো লিখতে," আমি খুব খুশি , বাবার কাছে নিয়ে গেলাম ,বললাম "বাবা আমি কবিতা লিখেছি ,"বাবা না পোড়ে ই বললেন ," ঠিক আছে তবে আগে স্কুলের পড়া কর তারপর এসব করবে ", একটু নিরাশ হলাম  মায়ের আদরের পর বাবার কথা শুনে , মনের সেই খুশিটা যেন মুখোশ ধারন করে নিল, আমি এবার ডায়রি টা নিয়ে বাকি কবিতাটি লেখার চেষ্টা করলাম , ছন্দ মেলাতে গিয়ে , কথা মনে আসছেনা , আবার বাবা যদি দেখে না পোড়ে কবিতা লিখছি বকবে , তাই বকা খাওয়ার ভয়ে , স্কুলের খাতার ভিতর ডায়রি রেখে চুপি চুপি লিখবার চেষ্টা করলাম , এই ভাবে প্রায় দু চার লাইন লিখে ফেললাম ও , নিজের মনে খুশি যেন বাঁধ ভেঙে ছুটে আসছে , ছন্দ কথা সব মিলিয়ে আট লাইন প্রায়  লিখে ই নিয়েছি , আর লিখতে লিখতে এতটাই ডুবে গেছিলাম যে খেয়ালই করিনি বাবা কখন ঘরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন , শেষ লাইনটি শেষ করতেই খাটের নিচে মেঝেতে চোখটা পড়ল  দেখি এক মানুষের ছায়া , চমকে তাকিয়ে দেখি বাবা , কটমট চোখে আমাকে দেখছেন , আমি ভয়ের চোটে কি করব ভেবে না পেয়ে এক ছুটে মায়ের কাছে দৌড়ে পালাই , মা আদর করে জিজ্ঞেস করে "কি হয়েছে , বাবা বকেছে , "আমি মাথা নেড়ে বললাম "না , রেগে গেছে আমি কবিতা লিখছিলাম পড়া না করে তাই , "মা মুচকি হেঁসে বলল, "কিছু হবে না আয় ! বাবা কে আমি বলে দেব যেন না বকে ", বলে আমাকে ঘরে নিয়ে গেল, ঘরে ঢুকে দেখি বাবা খুব মন দিয়ে আমার ডায়রি টা পড়ছে , মা বাবাকে জিজ্ঞেস করলেন কি হল কি পোড়ছো অত মন দিয়ে ? বাবা মায়ের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বললেন ," আমি ভাবিনি ও অত সুন্দর কবিতাটা লিখতে পারবে, কি সুন্দর হয়েছে ", বলে আমাকে কাছে ডাকলেন , মাথায় হাত বুলিয়ে বললেন ,মা তুমি খুব সুন্দর কবিতা লিখেছো, আমি খুব খুশি হয়েছি , তবে তোমাকে একটা কথা দিতে হবে আমাকে, আমি বললাম , কি বাবা? বললেন , "তুমি স্কুলের পড়া শেষ করে তারপর কবিতা লিখবে ,পড়া বন্দ করে নয় বা লুকিয়ে ও নয়, কারণ ভালো কবিতা লিখতে হলে তোমাকে অনেক পড়া করতে হবে শিখতে হবে ",বাবার সেদিন সেই কথাগুলি মনে গেঁথে রয়ে গেছে যা আজও আমাকে প্রেরণা দেয় ভালো আরও ভালো লিখবার ,তাই সেই প্রথম কবিতা টি আমার কাছে চিরস্মরনিয় হয়ে আছে আজও , যাতে রয়েছে মায়ের ভালোবাসার প্রেরনা ও বাবার স্নেহভরা আশর্িবাদ। ট