জীবন এগিয়ে চলে অবিরাম ,
   সময়ের সাথে পা মিলিয়ে ,দিশা দেখায় সময়,
    সময়ের তিনটি কাঁটার মত জীবনেও থাকে তিন অধ্যায়।
জীবনের শেষে দৃষ্টি হয়ে যায় ক্ষীন,
তবুও স্বপ্নগুলো সবসময় থাকে যেন নবীন।

প্রথম অধ্যায়ে স্বপ্ন সবাই দেখে ,
তাকে জীবনে সফল করা শেখে।
পাশে নিয়ে চলে পথের কিছু সাথী,
আঁধারের পর যারা দেখাবে প্রভাতী।

দ্বীতিয় অধ্যায়ে বেঁচে থাকার লড়াই ,
অনিন্দ সুখের খোঁজে হঠাৎই পা বাড়াই,
স্বপ্নের তাগিদে পথে ফোটে কত শত কাঁটা ,
ক্ষত-বিক্ষত হয় শুধু নিজেরই পা টা,
সরল নয় এ যে দুর্গম পথ , প্রতি পদে দেয় শিক্ষা,
সুখস্বপ্নের স্বাদ পেতে হলে তবে দিতে হবেই এ পরীক্ষা ।
অবশেষে যদি সফলতা আসে ছুঁতে পেরে যায় স্বপ্নটাকে,
শেষ জীবনে ভোগ করবে বলে তাকে আবার তুলে রাখে।

তৃতীয় অধ্যায় জীবনের বাকি শেষ দিন, স্বপ্নকে উপভোগ করতে গেলে ,
স্বপ্নগুলোই আফছা লাগে , দুরে চলে যায় তাকে একা ফেলে ।
সারাজীবন যার পেছনে ছুটলো শুধুই লড়াই করে ,
শেষ জীবনে সেই স্বপ্নগুলোই তাকেই গেলো ছেড়ে,
তবুও স্বপ্ন দেখা ছাড়ে নাতো কেউ, নবীন হোক বা প্রবীন,
হোকনা পাবার পথ সরল বা হোক কতনা কঠিন ।
মানুষের জীবনে স্বপ্নছাড়া আর কি কিছু আছে?
যার পেছনে ছুটবে বলে মানুষ শুধুই বাঁচে।