খেলনার ঝুড়ি আজ ঘাটতে বসে , পড়ল তোকে মনে,
              কোথায় আছিস বন্ধু আমার ,পৃথিবীর কোন কোনে !
জানিস , আজ ঝুড়ির মধ্যে খুঁজে পেলাম আমাদের শৈশবের ফুটবল্,
              যেটা নিয়ে ঝগড়া চলত, দুজনের মধ্যে অনর্গল ।
     তুই বলতিস আমার ওটা , আমি বলতাম না আমার,
            ঝগড়া যখন তুমুলে উঠতো , শুধু আমিই খেতাম কিন্তু মার।



মনে পড়ছে আজ ভীষণ সেই সেইদিনের ঘটনাটা ,পড়ছিলাম যখন ছাদের শিঁড়িতে বসে !
     পেছন থেকে ধাপ্পা বলে হঠাৎ তুই ধাক্কা দিলি এসে ,
সেদিন জানিস্ , বাবার শেষ উপহারে দেওয়া ঐ দামি পেনটা হাত থেকে গেছিল পড়ে ,
      রাগে , দু:খে উঠে দাঁড়িয়ে তোকে থাপ্পর মেরেছিলাম খুব জোরে ।
জল ছল ছল চোখে তুই তাকালি আমার দিকে, তারপর ছূটে চলে গেলি , বড় অপরাধী লাগছিল সেদিন আমার নিজেকে ।
রাগের মাথায় কেন এমন ভুল কাজ করলাম‌ , বন্ধু হয়ে প্রিয় বন্ধুর গালে চড় মারলাম‌‌‌!
সেদিনের পর সেই যে তুই উধাও হোলি ,জানীনা  কোথায় হারিয়ে গেলি!
          আজও জানিস্, হাতটা দেখে মনে হয় নিজেই ভেঙ্গে ফেলি,
                বন্ধু যে ছিল আমার জীবনের , সবচেয়ে বড় জোড়!
      তাকেই আমি এ হাত দিয়ে কি করে মারলাম চড়?  
ইশ্, একটি বার যদি সুযোগ দিতিস বন্ধু, বলতাম কানটি নিজেরই ধরে ,
       বন্ধু আমার, সূজন আমার , দেনা আমায় ক্ষমা করে!
যেদিন থেকে হারিয়ে গেছিস্ , বড্ড লাগে একা ,
       রোজই ভাবি তোর সাথে যদি আজ হয়ে যায় দেখা।  
বলব তোকে ছোটবেলার বিস্মৃতি কে রাখিস না আর জমা,
বন্ধু আমার সব ভুলে তুই করে দে না ক্ষমা !
আজও তোকে খুঁজে বেড়াই  জগতের এই ভিড়ে,
         আজও রয়েছি তোর অপেক্ষায়," আয়না বন্ধু ফিরে !"
আজও রয়েছি তোর অপেক্ষায় , " আয়না একটিবার তুই ফিরে"।।