শীতল বাতাস বয়ে চলেছে ...
                 ফুটফুটে শীতের সকাল ,
    হার কাঁপানো শীতের কাপুঁনিতে
                   যখন লেপটা টেনে আরও একটু ঘুমাই এমনটা ভাবছি ...
        হঠাৎ কোলাহলে ঘুমটা গেল ভেঙে......
                   জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি ...
    ছোট্ট একটি মেয়ে গায়ে ছেড়া জামা হাতে ধরা একটি বাসী রুটি,
          পারার কিছু লোক মারতে তাকে ধরেছে তার চুলের মুঠি..



সঙ্গে-সঙ্গে লেপটেপ সব সরিয়ে তখুনি দৌড়ে গেলাম নিচে ...
    জিগেস করলাম তাদের কি হল ভাই ? মারছো কেন তোমরা মেয়েটাকে ?
      ছোট্ট মেয়েটি রয়েছে মাথানত,   তার তখন দুচোখ বেয়ে বইছে অশ্রুনদি....
  সকলে গলার সুরে সুর  মিলিয়ে বলল " মেয়েটি করেছে পোষাকুকুরের পাতে দেওয়া রুটি চুরি ..
হতবাক হলাম শুনে তাদের কথা ,বললাম "তোমরা আবার মানুষ নিজেদেরকে বল...
  মানুষের ক্ষিদে মেটানোর থেকে কুকুরের ক্ষিদে তোমাদের কাছে বড় হল..!"
         অমানুষের মাঝে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে , বললাম্ মেয়েটির মাথায় হাত রেখে ,...।
        হায় রে অভাগা মেয়ে " এজনমে কেন তুই মানুষ হয়ে জন্মালি "!
    তোর দাম যে এ সমাজে কুকুরের থেকেও কম , নিশ্চই তা আজ বুঝতে পারলি..! ।