চলো না আজ খুব ইচ্ছে করছে তোমার সাথে যাই বহু দুরে..
   দুজনে যাই একসাথে , ঐ দুরে র পাহাড়ে!
মনে আছে শেষবার গিয়েছিলাম পূর্নিমার রাতে ,
কত গল্প করেছিলাম দুজনে একসাথে।

মাথার উপর ঝলমলে চাঁদের আলো ,
    চারিদিকে ঝীঁ ঝীঁ পোকার ডাক কানে আসছিল,
বাহাদুর তখুনি এলো দু কাপ চা হাতে নিয়ে ,
      বলল' "বাবুসাহেব আপনারা বসুন নিজের ঘরে গিয়ে ।
   রাত বেশি হলে পরে শেয়ালের ভয় ,
       বেশিক্ষণ এখানে যে থাকা ভালো নয়।"


তার কথা শুনে আমরা চলে এলাম ঘরে ,
     হঠাৎ যদি কোন ও শেয়াল তখন হাঁক পাড়ে ।
সেদিনের গোটা রাতটা কেটেছিল শেয়ালের হুক্কাহুয়া শুনে ,
   ভয়ে আঁতকে উঠেছিলাম ও কখনও মনে মনে,
সকালে উঠে শুনি বাহাদুর কে নিয়ে গেছে শেয়ালে টেনে,
আর কি থাকা যায় তারপর সেখানে?


সেই দিনের পর কত বছর হয়ে গেছে পার,
শুনেছি সেখানে শেয়াল নেইকো বেঁচে আর,
আজ দেখোনা সেই আবার পূর্নিমার রাত এসেছে ,
নিল আকাশে রুপোলি চাঁদটা আবার হেঁসেছে।
চলোনা আবার যাই কোনো নতুন রোমাঞ্চের সন্ধানে,
হাতে হাত রেখে না হয় বেরিয়ে পড়ি আজ আবার দুজনে!।