এ মায়ের কথা না হয় নাই বা ভাবলি , না ডাকলি কখনও আমাকে মা বলে,
সৎ মা কি কখনও মা হতে পারে , তবে তোকে ছেলে বলে মানব না তাবলে!


তোর কাছে তোর মায়ের স্থানে আজ আমি এসেছি এ সংসারে ,
মা তো কেবল মা ই হয় , তার জায়গা কি কখনও সৎ মা নিতে পারে!


তবে , জানিস খোকা কত সাধ ছিল, তুই তো মা হারা এক ছেলে,
ভেবেছিলাম,।আমায় দেখে জড়িয়ে ধরবি , ছুটে আসবি আমার কোলে ,
মা- মা বলে ডাকবি আমায় , আমিও সন্তান সুখ ফিরে পাব,
তোর হাঁসি মাখা মুখে মা ডাক শুনে নিজেতে নিজেকে হারাব।


বড় অভাগী তোর সৎ মা জানিস , তোর মত ছিল একদা একটি আমারও ছেলে,
পুকুর ধারে খেলতে গিয়ে সে হঠাৎ পা পিছলে পড়ে যায় পুকুরের জলে।
সাঁতার জানত না বলে ডুবে গিয়ে ছিল বাঁচাতে পারিনি তো তাকে ,
চিরতরে সেদিন চলে গেল আমার খোকা , শাস্তি দিয়ে গেল আমাকে ।


তোর মধ্যে আমি আমার খোকাকে দেখেছি , তোকে পাব মনে ভেবে,
তাই রাজি হয়ে গেলাম এ বিয়েতে শুধু মা ডাকটি শোনার লোভে।


বেশি কিছু চাইনা জীবনে শুধু, এটুকু চাই খোকা তোর কাছে ,
জানবি শুধু তোর মা সে তো মৃত নয় , আমার মধ্যেই বেঁচে আছে ।