ভালো লাগে আকাশের তারাগুলি গুনতে ,
ভোর রাতে পাখীদের কলতান শুনতে ।
কিচিমিচি -কিচিমিচি তারা কথা বলে ,
একসাথে দল বেঁধে আকাশে উড়ে চলে।
"ফুল গাছে ফুল কলী ফুটবে কি তবে ?"
"ফুল হয়ে সুবাসিত বাগানে কি রবে? "
অলীদের সমাগম সুন্দর মনোরম ,
প্রজাপতি সেই ফুলে মধু কিছু পাবে?
ভাবনার সাগরে ডুবে যায় মন ,
ঘুম চোখে ধরা দেয় কত না স্বপন।
ওঠ্ খোকা " মাঁয়ের স্বর কানে ভেসে এল",
বুঝলাম এই বুঝি ভোর হয়ে গেল ।
যথারীতি নিয়ম তাই উঠলাম শেষে,
মা ডেকে তুললেন যে খোকা বলে এসে।
প্রকৃতির কত রুপ যায়না তো গোনা ,
তাই তাতে হয়ে যাই প্রায়ই আনমোনা।