নারী যদি চকরী করে তাহলে ভিষন ভালো ,
মুঠো -মুঠো রোজগার করে সংসার করবে আলো।


গৃহবধু আবার মানষ নাকি  সে যে ঘরের ঝী,
এখন সবার এমনই ধারনা হয়ে গেছে নাকি।


বায়রের থেকেও অনেক বেশী ঘরে কাজ করে তারা ,
একটি বেলাও চলবে কি সবার ঘরটি তদের ছাড়া ?


ঠান্ডা ঘরে তোমরা বসে যখন কাজ করো ,সে আগুনের তাপে পোড়ে ,
মুখের সামনে খাবার জোগায় , নানান রকম রান্না করে।


না ভেবেই তুমি বিচার কর ভালো নাকি সেটি মন্দ ,
ঘর ও বার দুদিক  দৌড়ায় বসে না তারা দু দন্ড।


তাদের কোথাও নাইকো তুলনা তারা যে দেবীর অংশ,
তারাই গর্বে ধারন করে সেই ঘরেরই বংশ।


সম্মান যদি না দিতে পার কোরোনা তাদের অপমান,
তাদের দ্বারাই আসে এপৃথিবীতে একটি নতুন প্রাণ।




Sent from my iPhone