একদিনেরই জীবন ফুলের , কাল মিশে যাবে সে মাটির তলে,
এত যেনেও সে হাঁসি মুখে , ফুটে চলে , জলে -স্থলে ।


ছড়িয়ে দিয়ে মিষ্টি সুবাস , মনকে করে চনমনে,
করুক যতই কেউ অবহেলা , কাজ করে যায় আনমনে।


মালায় নিজেকে বিঁধিয়ে দিয়ে , দেবতার গলে গহনা হয়,
আবার মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে  শ্বশানের পথে রওনা হয়।


একদিনের এই ক্ষুদ্র জীবনে , স্থান পায় কভু দেব চরণে ,
কখনও আবার গৃহ শোভা হয়ে , পাত্রে থাকে খুব যতনে।


চুপ করে থেকে নিজেকে বিলিয়ে ,বলে সে মনের কথা ,
হাতে পেলে তাকে ভুলে যায় মানুষ নিজের দু:খ ও ব্যাথা।


তার কাজ সে তো করেই চলেছে , করবে সে তো চিরদিন,
মানুষের স্বার্থে যুগে-যুগে সে তো নিজেকে সদা  করে চলেছে  বিলিন।


প্রভাতে রোজ তাই ফুটে ওঠে শুধু মাটিতে মিশে যাবে বলে!
মাটির বুকেতে জন্ম তার, মিশে যায়  তাই  এই ধরাতলে।


,




Sent from my iPhone