এসো হে বসন্ত তোমা আগমনে আজি মনেতে জাগিল আশা,
নব পাতা সম মোর জীবনে যদি ,নবরূপে দেখা দেয় ভালোবাসা।
সেবারের মত ফেরাইবো না তারে , গাঁথিয়া রাখিবো মনেতে ,
কুসুমের ন্যায় প্রষ্ফুটিত হইয়া থাকিবে মোর জীবনেতে।


ভালোবাসা বীনা এজীবন তরী বইতে পারি না তো আর একা
তোমা সনে যদি নিয়ে আস তাঁহারে হইবে শেষবারের মত দেখা ,
মৃদু বাতাস লাগিয়া ঝরিয়া পড়ে যেমন বৃক্ষের পাতা শত-শত।
ভালোবাসা যদি না থাকে জীবনে , অসময়ে ঝরিয়া পরিব আমি বৃক্ষের পাতার মত।

তোমা আগমনে ভালোবাসার টানে ছুটে আসে অলী পুষ্প কাননে,
তোমারই বিরহে শুকায়ে যায় কুসুম , পাতা ঝড়ে পড়ে আপনমনে।
হে বসন্ত তোমার কাছে করিনু মিনতি তুমি আলোর উচ্ছাস আঁধারে,
গহন মনে প্রেমের প্রদীপ জ্বালাইতে তুমি এস বারে বারে।