জীবন ! জীবন মানে কি , কি তার পরিচয়,
জীবন কি শুধু হারা জেতা আর কিছু কি নয়?


জীবন মানে সুখের খোঁজে এদিক সেদিক ঘোরা,
একটু শুধু নীড়ের খোঁজে, নিজের সাথে লড়াই করা।


জীবন মানে যুদ্ধক্ষেত্রে জয় লাভের আশা ,
শত্রুপক্ষের বিনাশ দেখে নিজেকে ভালোবাসা।


জীবন আছে  রাখাল ছেলের বাঁশির একটি সুরে ,
গোচারনে বাজায় যে সুর রোজ সে কাঠ ফাটা রোদ্দুরে।


জীবন মানে শিশুর কান্না, আবার খিলখিলানো হাঁসি,
সংসারে সে সুখ এনে দেয় , চোখে জল ও আনে আবার আনে খুশি।


জীবন মানে ফুলের কুঁড়ী , রোজ সকালে ফুটে ঝড়ে যায়,
আবার নতুন করে বাঁচার আশায় , আকাশপানে চায়।


জীবন মানে সাদা খাতায় নতুন স্মৃতির জাল বোনা,
খুব ছোট তার পরমায়ু, হাতে যায় যে গোনা।


জীবন যেদিন দেয় না ধরা ,ফাঁকি দিয়ে চলে যায়,
শত ডাকেও দেয়না সাড়া , জীবনকে বোঝাই দায়।


জীবন মানে এটুকু জানি রাতের ধ্রুবতারা,
দুর থেকে তাকে দেখা যায় , তবে যায়না তাকে ধরা।


জীবনের মানে খুঁজতে চলেছো হায়! তা কি সত্যিই কেউ বলতে পারে !
সবার জীবনই তো দড়ির সুতোয় বাঁধা , ছিড়বে সুতো ঈশ্বরের এক টানে।