সম্পর্কের বাঁধন আজ ছিড়তে বসেছে ,মাঝখানে ধরেছে ফাটল ,
নেই সেই মনের মলিনতা আজ ,সবার হৃদয়ে জমেছে গড়ল ,
সারাক্ষন শুধু বিষমাখা কথা ,স্বজনের সুখ ও সয়না ,
তাদের অবাক সে পৃথিবীতে একা থাকতে চায় ,আর কাউকে পাশে তারা চায়না।


হায় রে ! অভাগা বুঝলি না তো এখনও সম্পর্ক  কত যে মধুর ,
রক্তের সাথে মিশে আছে দেহে সে তো ,করবি কি করে তাকে দূর !
এ বাঁধন এমন বিধাতার লিখন গহন মনেতে গাঁথা ,
কাছে থাকলে সে তো সুখ দেয় মনে দুরে গেলে দেয় ব্যথা ।


একদিন তো এ পৃথিবীতে একাই এসেছিলি , যাবিও হয়ত একদিন একা ,
খন্ডাতে কি পারবি তোরা যা আছে তোদের কপালে ,লিখেছে একদিন যা বিধাতা ?
শেষ বিদায়ের সময় এই সম্পর্কের টানে ছুটে আসবেই স্বজনেরা ,
ঠুনকো নয় এত সম্পর্কের বাঁধন  তাকে যায়না সহজে ছেঁড়া ।


তাহলে যতদিন আছিস থাক না মিলেমিশে , খুলিস না এ সুন্দর বাঁধন,
আগামি প্রজন্ম মনে রাখবে তবেই করবে তাকে অনুসরণ ,
পরকেও আপন করে যে বাঁধন সে জুড়ে থাকে একে অপরের  বক্ষে ,
ছিঁড়তে পারে এমন একজনই আছেন যিনি থাকেন সবার অলখ্যে।।