অজানার কাছে ভান করে থাকাটাই প্রতিভার পাপ।
সময়ের সীমাহীন কালো বাঁকে দাঁড়িয়ে
নিয়মের পায়ে অামার মরণবিলাস;
এ জন্মসূত্রেরই নীরব অহঙ্কার!
চেয়ে দেখো কবিতার পেটে অন্তর-ভ্রুণ
বিকশিত অামি,
ভোরের চোখে রক্ত স্নান,
এক জীবন চলে গেছে ঘাসে
স্পর্শ দাও অশ্রু,
তাজা হয়ে উঠি মানুষের হৃৎপিণ্ড হতে...
চমৎকার অনুভতির প্রকাশ! শুেভচ্ছা কবি..
দারুন
ধন্যবাদ অনেক
খুব সুন্দর উপস্থাপনা।
ভালো লাগা ছড়িয়েছে! শুভেচ্ছা কবি।
অ..............নে...........ক...........ক্ষ...........ন ...........নিস্তব্ধতা শেষে আবিষ্কার করি নিজেকে । কারণ আমি ইথারের কবিতা পড়েছি । ভাল লাগা ছড়িয়ে গেছে দিক থেকে দিকে .............
অনন্য কাব্য শৈলীতে অভিভূত!!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!!
অদ্ভুত সুন্দর প্রকাশে সীমাহীন মুগ্ধতা রইল প্রিয় কবি।
পাঠোককে>পাঠককে
বরাবরের মৌলিকতা!ভাব ও রচনাশৈলী পাঠোককে মুগ্ধ করতে বাধ্য।অনেক বড়ো হও।আশীর্বাদ অন্তহীন।
প্রাণিত জীবন কথা ....অপূর্ব সুন্দর!!
তুমি বরাবরই খুব ভালো লেখো। যদিও আমার সামান্য জ্ঞানে ধাঁধাঁয় পরে যাই মূল বক্তব্য নিয়ে। মাঝে মাঝে দু'তিন বার না পড়লে বিষয়টা ক্লিয়ার হয়না। কিন্তু তোমার কবিতার শব্দ চয়ন, শব্দ-সন্ধি নির্ণয়, বাক্যের গঠন ইত্যাদি আমাকে খুব মুগ্ধ করে। তোমার সার্বিক সাফল্য আমি সর্বদাই কামনা করি। আমার বিশ্বাস তুমি বহুদূর যাবে...।
ভালো থেকো।
ভাব, ভাষা আর শব্দ চয়নের শৈলীতায় বিমুগ্ধ - দারুন!
শুভেচ্ছা সুন্দরম--