উৎসর্গঃমাননীয় এডমিন এবং কবিতার আসরের সব প্রিয় কবিদেরকে।


আজন্মকাল এক নির্বাসিত কবি-
                                     সৃষ্টির মহা আনন্দে লিখে গেছে;
প্রেমের নব নব সব তিলোত্তমা,
                          অন্ধকারে এনে দিয়েছে দুর্জয় সূর্যটাকে!


সময়ের দূরত্ব মেপে মেপে-ফিরিয়ে এনেছে
                  তোমাদের প্রাণান্ত শৈশবের খেয়ালী অনুভূতি।
কিংবা ভয়ানক তুফান হয়ে লন্ডভন্ড করে দিয়েছে
                          মুখোশধারী পাপাত্মার গড়া তাজমহল।


সুরভির সুরা ঢেলে তৃপ্ত করেছে উতল নিঃশ্বাস,
                  ফুল হয়ে সাজিয়েছে,তোমাদের মিলন বাসর,
আর তারেই অবেলায় তাড়িয়ে দিলে,
                               ভালোবাসার সোনালী দুয়ার হতে!


যেদিন সে চলে যাবে চিরতরে- নীল সুদূরপারে,
            সেদিন উত্তাল সমুদ্র শুকিয়ে যাবে হারানো ব্যাথায়,
দূর আকাশ-পারে জ্বলবে সন্ধ্যাতারা,
          আধোচাঁদ লুকাবে, মেঘের আড়ালে
                               নেমে আসবে এক নিদ্রাহীন রাত্রি।


তখন কি-শিশির বিন্দুর মতন ঝরে পড়বে
                   তোমাদের ক্লান্ত চোখের,এক ফোটা অশ্রু?


আজ সেই নির্বাসিত কবি---
      " মৃত্যুর কাছে জীবনের দাম মিটিয়ে
                           শোধ করে দিয়ে যাবে পৃথিবীর ঋণ"


তাই আর কোনদিন-----
                                 বন্দনার গান শুনাইওনা তারে,
জয়মাল্য পরিয়ে দিতে যেওনা সমাধির পাশে,
                   কারণ মরণের মুকুট যে তার পরম ভাগ্য.....