ঋণগ্রস্ত পৃথিবী;
              হাতে সিদ্ধান্ত গ্রন্থ
চলছে গণনার পুনরাবৃত্তি,
                 গতি পাল্টায় নক্ষত্ররা।
                   ( অশ্বিনী-কেতু; ভরণী- শুক্র)
              ভাগ্যে ঘটে পরিবর্তন!
                                (অশনি-সংকেত)


জটা-ধারী সন্ত্রাস, খোদাইকৃত পাথরে আঁকে শকুনের ঠোঁট,
        আকাশ-গঙ্গায় ভাসে, খুবলে খাওয়া শব-দেহ।


পাহাড়ের সাথেও শৃঙ্খলিত হয়ে থাকে প্রমিথিউস,যার কলিজা খায় ঈগল।
কিন্তু মেঘের ডানায় চড়ে আজ নেমে আসেনা কোন কিউপিড;
আত্মপ্রেমে মগ্ন মানুষেরা যেন হয়ে ওঠে এক-একজন নার্সিসাস !
তাই পালিয়ে যাও ইকো!অন্ধকার গুহাই যে তোমার উপযুক্ত!


ইতিহাস ও সময়কে ছাপিয়ে
         মূর্ত হয়ে ওঠে আরও নানা ঘটন-অঘটন ।


এদিকে পৃথিবী শুধু চায়-
সব অপচ্ছায়া মুহূর্তেই সরে পড়ুক সৌরজগতের বাইরে ...
কেউ “রা” রূপে ফিরে আসুক ঊষালগ্নে; রক্তিম ও হলুদ রশ্মি ছড়িয়ে,
কিংবা রাতের আকাশে নীহারিকা-উল্কা- ধূমকেতু দিয়ে
                            সে তৈরি করুক এক আকর্ষণীয় অলঙ্কার!