(১)
শেষ সময়ে,নিখাদ ভালোবাসায়
প্রেমিকার মত তাকে আঁকড়ে ধরতে চাই,
যার নাম রেখেছি মৃত্যু।
(২)
শুরুতেই  ছন্দপতন
শেষবেলায় যতিহীন সমাপ্তি।
(৩)
ছন্দপতনের দায়ভার মহাকালের,
সমাপ্তির মাঝেও কিছুটা থাকে
বিশ্বাসী ছায়া ও ইন্দ্রিয় উপলব্ধি।
(৪)
কে দেখেছে দেমাগী রাতের উলঙ্গ শয্যায় কালো প্রতিচ্ছায়া?
একটি নক্ষত্রের পতন দেখে
চিরহরিৎ বৃক্ষের শাখায় দোল্ খায় না দশেরার চাঁদ।
(৫)
শুকনো পাতায়  বিঁষপিঁপড়ে
শ্মশানে আদিকালের ঝোপঝাড়;
হরিণের দেখা পাবে কি বয়স্ক বিরহী বাঘ?