শূন্যকে দু’ভাগ করে    
              বসে আছো বুঝি আমার অবেলার চিতায়!
ক্ষতি নেই---
মৃত্যুকে আদর করে অসংখ্যবার চলে যেতে পারি
                          তোমার একটুখানি ভালোবাসায় ....


একলা রাতের মৌনতায়
                না বলা কথার ব্যথায় ;
পরিচিত স্পর্শের  উঠোনে
একটু না হয় অপেক্ষাই করে গেলে
                         হে আমার কৌসম্বী!


জেনো,নিশ্চিৎ আমি এসে দাঁড়াবোই ছলনার মুখোমুখি ..
ক্ষতি নেই---
স্বপ্ন থেকে আরেক স্বপ্নের জন্মলগ্নে
তোমাকেই দাঁড় করিয়ে দিয়ে যাব আমার ভাঙা হৃদয়ের ভগ্নাংশে...


পারো যদি দেখে নিও---
আমি কেমন করে বুক পেতে দিয়েছিলাম প্রত্যাখ্যানের পাশে!


বলতে পারো কৌসম্বী----
জীবনের ক’টা দিন কাঁদলে মানুষের মরা বুকে নদী এসে একলা হেসে সাগরে মিশে নিজেকেই খুঁজে পায়?


আমি সারাটা জীবন মৃত্যুর বুকে হৃদয়কে জাগাবো বলেই
কবিতাকে বেছে নিয়েছি মহান শিল্পরুচির যোগ্য উপমায়।


শিল্পের অচ্যুত মহিমায়
   হাজার রমণীর কষ্ট হয়ে বাঁচি
                           সুনিপুণ কর্মের অনিবার্য প্রাপ্যতায় ।


কলঙ্কিত বেনামী ঝড়ের মুখে অগণিত পাথর ছুঁড়ে ছুঁড়ে
বিশ্ব মানচিত্রের বাঁকে বাঁকে দেখাতে চাই শিল্পীর পূর্ণ অধিকার;
যদি না হয় ফুলের হৃদয়ে রাক্ষুসে নষ্ট পোকার প্রতিকার।


কলম পিপাসার আয়ু নিয়ে অক্ষত শব্দমালার বন্ধন মায়াপাশে দাঁড়িয়ে ভাবের দরজায় ক্ষণিক কড়া নেড়ে
অমূল্য চাবি-কাঠির খুঁজে শত-শত কালপুরুষের শানিত চোখে নিজেকেই ধরা দেই,বড্ড গোপনে ….
দেখি,সৃষ্টির কাছেই অসুন্দরের আত্মাহুতি এবং কবিতার সাথেই শুদ্ধ কবির আজন্ম চুক্তিস্বাক্ষর।


বলতে পারো কৌসম্বী--
জীবনের ক’টা দিন কাঁদলে মানুষের মরা বুকে নদী এসে একলা হেসে সাগরে মিশে নিজেকেই খুঁজে পায়?


পথ এসে দুয়ারে দাঁড়ায়; যখন হারিয়ে ফেলি হাঁটার জন্যে পা........
আহা, আহা, কী লাভ,কী লাভ, চোখের অন্ধতায় আঁধারে আঁধারে  তুচ্ছতাকে খুঁজে খুঁজে মহিমান্বিত করার?


ভীষণ উৎপাত,ভীষণ উৎপাত---
                          ঐ ঐ বেওয়ারিশ লাশেদের পোকায়,
নীড়গুলি উপচে পড়ে ঘাসে ঘাসে, শূন্য ফোয়ারায় হা করে আছে টাকার গোলাম!
আহা,আহা,কী লাভ,কী লাভ, চোখের অন্ধতায় আঁধারে আঁধারে  তুচ্ছতাকে খুঁজে খুঁজে মহিমান্বিত করার?


জীবন আমার খোলা হাওয়া বন্ধ নগরীর ফুটপাতে; মনটাকে তবু বাঁধি লক্ষ্য-শ্রমিকের দু’মুঠো  হাহাকারে.....
কিন্তু আমার স্বাধীনতার পাছায় লাথি মেরে----  
যারা চাপাতির মত কুচক্রী শিশ্ন নিয়ে ঢুকে যায় অবিশ্বাসের যোনিতে;
তাদের নাম দিয়েছি ইতিহাসের প্রেত!
কেননা আমি জন্ম হতেই মৃত্যুর বুকে জাগিয়ে রাখি নিজের গোরস্থান .......