শ্মশানভস্মে আমি এক আর্যতীর্থ জানে তা বৃন্দাবনের গোপকিশোর
ওষ্ঠ মেলে নীলপদ্ম বুকে আঁকি শিবসুন্দর কিন্তু মুছে দি মৃত্যু সিঁদুর ।।


সত্য রে খুঁজে মিথ্যার ওঝা ধরে খুলেই দেখো নেপাল রাজগ্রন্থাগার
হরপ্রসাদের গঙ্গাকোলেই পেতে পারো আমার কিঞ্চিত পরিচয় সার।।


যত আছে ভাঙা ঘরে কীর্তনের কাল ততোই যেন ধরি শান্তি হাল
জীবন টিকা-ভাষ্যের গার্হস্থ্য বুঝা দায় যদি না ওঠে মাংসের ছাল।।


হাসে হাসে চর্যাপদের বাঁকে পণ্ডিত-ভিক্ষু কাহ্ন পাদ পুঁথি-পঞ্চকার
ষড়গতির স্বভাবে পঞ্চমীতে মহাশ্বেতা কাঁধেই রাখি কাব্য-অধিকার ।।