তোমার প্রেমে ভুলে গেছি নিজেকেই!


অামি তোমার জন্য
কবিতার তীরে দাঁড়িয়ে প্রতিদিন বলে যাব---
অামার প্রেমকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিবোই!

অপেক্ষায় অাছি----
অাবার বলছি,অপেক্ষায় অাছি----


হে অামার প্রিয়! অনুরাধা......
ছুঁয়ে দাও অামার বেনামী চাঁদ-পূর্ণিমার রাত।


প্রতিদিন বলে যাব,অামার কবিতার তীরে দাঁড়িয়ে দেখেছি
ঐ অালোর বিন্দু,শঙ্খের রাত,ভেজা ভেজা দুধসাদা মেঘ।


হে অামার প্রিয়!
এসো,দৃষ্টিকে নত করে
                ছুঁয়ে দাও স্বপ্নকে।
দেখো তোমার কবিকে!দেখো তোমার কবিকে!


গভীর প্রেমে অাবার এসো!
তোমার জন্যে অামি অপেক্ষায় অাছি.....


কিন্তু কবিতার পীঠে দাঁড়িয়ে তাকে দেখাতে পারলাম না
                    তুমি অামার চাঁদ-পূর্ণিমার রাত!
অামার হৃদয় কেঁদে কেঁদে এমনই বিবর্ণ
অামার হৃদয় কেঁদে কেঁদে এমনই বিবর্ণ,
কেবল বুকে থেকে গেছে অামার অাত্মাভিমানের অাবেগ!
         তাতেই অামি সন্তুষ্ট.....


হে অামার প্রিয়!অনুরাধা.....
              অাবার এসো,
                      মুছে দাও অামারই অন্তর!
তাতেই অামি সন্তুষ্ট.......