জ্যোৎস্নার ভিতর ঢুকে যায় পৃথিবী।চাঁদ একা...


বুকের ভিতর অায়না
                          অামি পাথরের উপর
পিছনে সমুদ্র
                    সামনে চিতাবাঘ
ঠোঁটে সিগারেট
          ধোঁয়ায় অাকাশের ক্রোধ।


জানি, পৃথিবী অাছে জ্যোৎস্নার কাছে
                         তবু অায়নায় ভেঙেছে হৃদয়
পাথরেও অাগুনের অভিশাপ
উফ্!
অামি পিছনে সরে যেতেই সমুদ্র গিলে খায়
সামনে হাঁটলেই দ্বি-খণ্ডিত হই,চিতাবাঘে
শুধু দাঁড়ালেই জ্বলতে থাকে সিগারেট...


এভাবেই অামি ও চাঁদ বড্ড একা থেকে
জ্যোৎস্নাময় পৃথিবীর সাক্ষাতে পাথরের বায়নায়
       অাগুনের অভিশাপ পোড়াতে সূর্যকে বানালাম প্রেম
হঠাৎ প্রেমিকা নিয়ে গেলো অালোর মুদ্রা...


এখন চোখ অামার সিগারেটের ছাই
              অশ্রুতে দেশলাইয়ের গন্ধ...


#(কবিতা)