হাড়ের বুননে বাঁশি বাজে অন্তর-দহন-সুরে
মাংস হতে রক্তফুল ছিঁড়ে একদিন একা হব অামি,
একা হব অামি...
তুমি হলে এক অদ্ভুত জমাট রক্তে ভেসে উঠা চাঁদ
ঘাসেদের পাতায়-পাতায় রাত্রিদুধ,
চুইয়ে পড়া কবরের ঘাম।
উদাসীন-----
চৌচির ডাঙায় একাকীত্বের প্রসব অালপনা,তুমি।
অামাকে পাথর করে দিয়েছো জ্যোৎস্নায়...
ছিপছিপে অন্ধকারে পুনরায় হেনেছো বাসর ঘুম
শিয়রে নিষিদ্ধ ভূ-খণ্ড,দিগন্তে জ্বর।
একদিন...
তুমি সবার মত ফেলে যাবে অামাকেও,
ব্যাপ্তিতে রেখে প্রদীপ,
পুড়িয়ে যাব তোমার বিশেষণ,অনন্তকাল...
খুব ভাল লাগলো কবিতা, অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা কবিকে ৷
আন্দোলিত তরঙ্গকে decode করতে বার বার অগভীর জলে ডুব দিয়ে দেখি সেই লবণাক্ত একা । অস্তিত্বের প্রশ্নের উত্তর মনে হয় decode না করাই শ্রেয় । জানি সম্ভব নয় কয়েকটা শব্দে বেঁধে রাখা । অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ভাই ইথারকে ।
অসাধারন কাব্য শৈলীতে বিমোহিত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!!
শিয়রে নিষিদ্ধ ভূখণ্ড, দিগন্তে জ্বর...।।
-দারুন লেগেছে।
সুন্দর ভাবনা প্রিয়।
সদা ভালো থাকবেন।
এইভাবে লেখনীর মুক্ত প্রেম দান করে যেও প্রিয়।শুভেচ্ছা,শুভকামনা রইল।
অপূর্ব ভাবনার প্রকাশ
কেমন আছো কবি?
সু আগতম্।
অনেকদিন পর অনেক ভালোলাগা। শরীর কেমন?