জোছনা ভরা নিশীথ গগনে
উঠেছে সুবেশী চাঁদ
ধোপদুরস্ত তারার হাসিতে
প্রেমময় আলোর নাচ।


তুমি নাই যবে সাথে
বিরহ নীড়ে কাঁদে
  নীড়হারা পাখি কাঁদে
নীরব হৃদয়ের  কাছে।


আঁখি বলে আঁধারে কেন এত
ভালোবাসা জাগে
স্রোতের জোয়ার হৃদয় নদীতে
ছাপিয়ে কেবল ছোটে।


এই হৃদয় তোমারে খোঁজে
অনুরাগ বন্যায় ভেসে
কুঞ্জ বনে ফুলে ফুলে
খুঁজে তোমারে ভালোবেসে।


আমার কুসুম ঝুরে যখন
তব বিরহে রাগে
প্রণয় কপাট উষ্ণ মেরুর
তুমুল হাওয়ায় বাজে।


জানি তুমি আছ দূরে
আমারে হারায়ে সুখে
প্রেমে ছিল মায়া তব
ছায়া ছিল দুঃখের।


তুমি দূরে থাক কেন
আজ মনে  হয়
আমার নয়ন হারায়ে খোঁজে
করুণ বেদন তৃষ্ণায়।

আমার উষ্ণ হৃদয়ে এসো
মুরুর বাতাস হয়ে
দুঃখের রাতে প্রদীপ হয়ে
এসো আমার প্রাণে।


আমার সুখে বসন্ত হয়ে
কুহুকহু রবে ডেকো
শান্ত সুনীল ভেজা আকাশের  
মায়বী পায়রা এনো।


মেঘের সাদা ভেলায় চড়ে
শরতের কাশ এনো
শ্রাবন ধারায় বৃষ্টি হয়ে
ভিজতে ভিজতে এসো।


আমার মনের খরা এলে
ভিজিয়ে তুমি রাখ
উতাল পাতাল প্রেম যমুনায়
বাঁশির সুরে ডেকো।


৪+৪+৪+২(স্বরবৃত্ত ছন্দে রচিত )