কোমল উষ্ণতায়  পারদ
জ্যোৎস্নারা ছুটে চলে শৈলশিখরে।
ললিত মাধবীলতা ফিরে চায়
হাসিহাসি মুখ আর সুরভী ছড়ায়।


সকালের শান্ত ডানায় পাখিরা
স্বাগত জানায় যে সবিতাকে
তার একচ্ছত্র আধিপত্য।


কখন যামিনী ফিরবে সে আশায়
উন্মুখ হয়ে থাকে মোহনীয়  চাঁদ
কিছু পেলে কিছু দেই
হোকনা সে দান সামান্য।

যা পেয়েছি কম নয় কিছু
যা দিয়েছি তা নগন্য
আমার আমিতে ঘোর
কাটে না এ অনন্ত চরাচরে
অন্ধ যামিনী সেও
ধারণ করে চন্দ্রকান্তারে।

যে আঁধার বুক চেপে
আছে গভীরে দূর করি
সে আঁধার খুলি তৃতীয় নয়ন
ছোঁয়াই পরশপাথরে।


যে জ্ঞান আছে তব ভান্ডারে
তাহারে খুঁজে দেখ
তারই মাঝে আছ তুমি
তোমারই কৃত্তি তোমারে খুঁজে মরে।