মাটির আছে মায়ের মমতা
সবুজ শস্য শ্যামল মায়া
তরুর আছে  ফুল ফল
আবাসস্থল প্রশান্তির ছায়া।


গানের সুরে মুগ্ধ সকাল
নিত্য নদীর ছুটে চলা
ছন্দ মেলে বাঁকে বাঁকে
আকাশ গাঙে  পাখির উড়া।


শিশির ভেজা ফুলের ডালা
নানা ফুলের হাসির মেলা
হাসছে শুধু  আপন মনে
রঙে রঙে রাঙিয়ে খেলা।


আঁধার মাঝেও অসীম হাসি
চাঁদের আলোয় ভুবন ভোলা
উদয় রবি পূব গগণে
আলোকিত বিশ্বজোড়া।


লুকায় শিশির সরল পথে
হাসির ঝলক উঠছে ফুটে
কি অপরূপ  রূপের ছটা
আঁখির তারায় বিভোর নেশা।


আনন্দেরই করতালি
আনন্দেতে আত্মহারা
ঝিঁঝিঁ পোকার সুরে সুরে
দুকানেতে লাগে তালা।