ফুলশয্যায় ফুটেছে
ফুল রাশি -রাশি
সৌরভে মৌ মৌ
দিবা নিশি ।


আঁখির তারায় ফোটে
স্বপ্ন কাজল
আদর ভালোবাসায়
নিমগ্ন অন্তর।


প্রশংসায় সদাই বধির কর্ণ
আমোদিত  ক্ষুদ্র  ক্ষুদ্র  
ছলকে ঢেউ।


আলোর মিছিলে উড়ছে
অন্তরের পাল
তনুতে  জড়ানো বর্নমালার বর্ম।


এখানে কথা হয়
কাব্যের ভাষায়
এখানে ফুটে উঠে
জীবন প্রকৃতি
প্রেম বিরহ বিদ্রোহ।


এখানে  শেখা হয় ব্রক্ষ্ম ধর্ম
সৃষ্ট ধর্ম  ঢালছে অবিরত
সৃষ্টির উল্লাসে আপন শিখায়
হোকনা পৃথিবী আলোকিত।



(বি;দ্রঃ শ্রদ্ধেয় কবি বন্ধুদের উদ্দেশ্যে  এ কবিতাটি উৎসর্গ করলাম । সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা  ও শুভকামনা । )