অলৌকিক ভোরের আলোয়
আঁখির ঢের আসঙ্গম
সৌন্দর্যের প্রথম কুঁড়ি
জন্ম ভাগ্যে হালকা কমলা রঙ।


অনুভূতির আড়ালে
স্পৃহার টলমল সরোবর
একাকী থেকেও অশরীরী প্রেম
জন্মে নিবিড় প্রশংসায়
অদ্ভুত বর্নিল রঙে ফুরফুরে মেজাজে
হৃদয়ের ফোটে এক গুচ্ছ কোকনদ।

শিশুতোষ কৌতুহলে প্রবেশ
সমুদ্র মন্থনে যবনিকা পর্যায়
গর্বিত ভঙ্গিতে অভিজাত প্রশ্রয়
বিধাতার হাত অমোঘ  ভালোবাসায়।


টুকরো টুকরো ঢেউ পুরানো আসবাব
জন্ম মাটি আঁকড়ে ভালোবাসার
পোশাক বুনে যাই নিরন্তর।


আঁধারের সহস্র দূয়ার খুলে
আনন্দের উত্তরাধিকার বেঁচে থাকে
আমার থেকে তোমার ভিতর
দীর্ঘ চুম্বনের পথ খুলে দেয়
অজস্র নক্ষত্রের  কক্ষপথ।


ভালোবাসার জলে ভিজে
প্রেম নিঃশব্দে হেঁটে যায়
আর অনন্ত স্পর্শ লেগে  থাকে
মাটির মমতায় কণায় কণায়।