সজীব প্রাণময় দেহ  স্থির
রক্তের নদীপথে নিঃশব্দ উল্লাস অধীর
নিরন্তর  প্রবাহে বহে চঞ্চল ঝর্ণাধারা
ধ্রুপদী ভঙ্গিমায় বহু ক্রোশ  পেরোয়
জীবন নদীর পাতা মনে রাখে না।
জোয়ার জলে ভাসে আপণকুল
ভালোলাগার অনন্ত কুঁড়ি
ফোটায় রঙিন প্রাণপূর্ণ ফুল।


শিশির ভেজা মটরশুঁটি
মৃত্তিকার কমল দেহে লেখে শ্রাবনের দিন
বায়ু বহে সবুজের ঢেউ উঠে গড়ে পাহাড় নদী
মুছে যায় ব্যাথাভরা আঁখি মদির।
ফুলের সমুদ্রে  ফোটে নানান ফুল
বিহঙ্গের কাকলি মধুপের গুনগুন
খুশির ঢেউয়ে মাতাল প্রকৃতি
ছোট্ট শিশুর চড়াইভাতি।


মাদক হাসিতে ফোটে মরুর ফুল
সময় ভুলিয়ে দেয় দুঃখ  দূর
কষ্টের মমি গড়ে হৃদয়ে পিরামিড
এইতো জীবন জীবনের দিন
মনের হাসিকে নয় আড়াল
হাসির কান্না লুকিয়ে যতন।
আসুক বসন্ত আসুক শ্রাবণ
আসুক অরুণ আসুক প্রাতঃ
করবো বরণ নুতন ভূবন।