বুকের জমিনে বিকশিত
সত শুভ্র প্রেমের সোনালী  মদির
অমৃত রসে পূর্ণ অমূল্য মুহূর্তগুলো চিরঞ্জিবী
আনন্দ হাসি গানে তৃপ্ত ঠোঁটের হাসি, নয়ন পল্লব।


আবেদনময়ী সূরে রুপালি আভায় আকাশ
পলল ভূমে বহে সহেলী বাতাস,  হরিৎ মনোময়
শুভ্র ফুলের ঝর্ণা চিত্ত মনোহর।


মধু কুঞ্জে আরতি গুঞ্জে প্রেমময়
গুপ্ত গুহায় রাজ্ঞীর কুঞ্জে অবিরত ক্কণন
ঘুরিছে চারিধারে কিংকর শোভাময়
সৌরভ শিশিরে সুবাসিত যামিনী মধুময়।


সুখের অনলে পুড়ে পতঙ্গ
নিশির আঁধারে গোধূলি হারায়
যাপিত জীবনের রঙের ছোঁয়ায়  
রঙিন অন্তরে ফুলকলি।


কঙ্কণে কল্লোল বধুর রূপ শ্রী
হিয়ার মাধুরিতে মুখের বুলি
চোখের চাহনিতে মধুর প্রশান্তি  
ললিত কণ্ঠে অনুরাগের হাসি।


ভালোবাসি নিশিদিন অন্তরে
যে করে বাস অন্তরালে
কান পেতে শুনি তার বাঁশী
নিভৃতে কাঁদে মন হয়ে পরবাসী।