যেতে হবে দূর বহুদূর
নাহি রবে চিরসুখে মায়াপুর
সুখের অনলে পুড়ে
ঝরবে কুসুম কমল ফুল।


চাঁদ দিঘি তারা
রাতটা জ্যোৎস্না ঘেরা
বেদনার বালুচরে ফোটে কাশফুল
হারানো দিন হারানো কথা
সব মনে পড়ে দরজা টা খোলা।


নরম ঘাস ফুলে রোদের লুকোচুরি খেলা
নিষ্পাপ শিশুমনে  হাসির চুমুকে কণ্ঠ  ভরা
নীরবতা নিবিড় কানন অশ্রুঘেরা
পায়চারি বহু লোকের বিদায়ী সংলাপে ঘেরা।


মনের দেওয়াল ভাসে কান্নার সরোবরে
মনে পড়ে তোমাকেই বারবার মনে পড়ে
প্রিয় সম্পর্ক প্রিয় মানুষ অভিমান বাড়ে
না বলা কথার ব্যাথা ঝড় তোলে
কি হতো যদি থেকে যেতে
আরও কিছু দিন খুব কি ক্ষতি হতো
খুব কি আপন হতে আমার  রোদ্দুরে
সারা মাঠে ফুটতো কি
লাল গোলাপ, শিউলির সুরভি আদর
ছড়াতো সারা মাঠ জলে ডোবা  পদ্মফুলে
ভেজাতে কি কিছু সুখ কথা
প্রিয় দুঃখ মারহাবা মারহাবা।