অতল আর্তনাদ......
সহস্র দীর্ঘশ্বাস
কেউ কি আছ? কেউ কি আছ?


আঁখির গহীনে বিষাদের নোনাজল
ভেজা আর রক্তস্নাত
নীরব নিথর ছেঁড়া মানচিত্র.......


বিশ্বাসঘাতকের নির্মম কষাঘাত
আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে উঠা কুৎসিত বিকৃত হাত
কেড়ে নেয় বিশ্বাস কেড়ে নেয়
একে একে সতেরো প্রাণ।


কে বলে বেঁচে নেই বঙ্গবন্ধু
কে বলে বেঁচে নেই টুঙ্গিপাড়ার মিয়া ভাই
প্রিয় দেশ প্রিয় জন্ম ভূমি  প্রিয় জাতির পিতা
একুশে ফেব্রুয়ারি, মেমোরি অব দ্য ওয়ার্ল্ড
১৬ই ডিসেম্বরে --তোমাকে খুঁজে  পাই
তুমি আছ মিশে বাঙালি জাতির সত্ত্বায়।


তুমি থাকবে বেঁচে  ততদিন যতদিন
বাতাসে থাকবে মিশে মৃত্তিকার ঘ্রাণ
তুমি রবে চিরকাল যতদিন কষ্টার্জিত
স্বাধীনতার হাহাকার অন্তরে বেঁচে থাকবে ততকাল।

হে পিতা তোমার স্বপ্ন এখনো আছে বেঁচে
এখনো আছে মিশে
এ বাংলায়............