সব ভালোবাসা বেসে নাও
রেখনা একটুও  আড়াল করে
আগামী  দিনটা তোমার কিনা
তুমি জাননা  সঠিক করে।


কাউকে বকলে বকে নাও
আচ্ছা করে এর পর সময়টা
তোমার সাথে নাও থাকতে পারে।


যত অভিমান  হয় করে ফেল
যত হাসি পায় হেসে ফেল
যত কান্না পায় কেঁদে  নাও।


যা কিছু  খেতে চাও
খেয়ে নাও টক ঝাল কিংবা মিষ্টি
কিছু ই অপুর্ন রেখো না।


এবার  বোঝা গেল ঘর থেকে
না বের হওয়ার কষ্ট
এবার বোঝা গেল  অনাত্মীয়  হয়ে
বেঁচে থাকার কষ্ট।


হাতে হাত না ধরার কষ্ট
প্রিয়জনের মৃত্যুতে  না দেখে
স্বান্তনা না দিতে পারার কষ্ট।


আর স্বজনহীন একটু একটু
করে মরে যাওয়ার অনুভুতি
কতটা তরান্বিত করেছে মৃত্যুকে
সে বুঝেছে  যে পৃথিবী ছেড়ে চলে গেছে।


ভালোবাসাহীন  আত্মীয়হীন
উষ্ণ স্পর্শহীন যন্ত্রণা
কুঁড়ে কুঁড়ে  খেয়ে  ফেলেছে
সমস্ত শক্তিকে তারপরে
ঊষর দেহ।

করোনা করাল থাবায়
শুধু ডাক্তার নার্স নয়
হারিয়েছে  প্রাণ সকল স্তরের লোক।


ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত
সবাই একই কাতারে কোন
ভেদাভেদ নেই।


মানুষের ধর্ম এরপর
বদলাবে  কি?
হবে কি মানুষ  শ্রেষ্ঠ
মাথায় পড়তে পারবে কি?
বিজয়ের সুশোভিত  মুকুট।