বিবেকি বাসনার আওয়াজ  
কক্ষচ্যুত শব্দের মনোবৃত্তি মনকে নাড়া দেয়।
ভালোবাসার বৃন্তে ফোঁটা ফুল ঝরে যায় অপলক
অনুরাগ আদর ভালোবাসায় যে মন সাজে
অল্প ব্যাথায় সে মন কাঁদে অঝোর ধারায়।

ভালোবাসা কোন কৌটা নয়, নয় কোন
সিন্ধুক  নয় চিরন্তন
অনুভূতির অগুনিত স্বরলিপি মনোবীনায়
যখন যেমন প্রকাশ।

মুছে যায় ভালোবাসা লেনদেন ঘুচে যায়
ভালোবাসার সব হাত মিলায় মৃত্তিকার গভীরে গভীরতায়
হতাশ কথার দল অযুত দূরে হাজার তারার কাঁটায়
ফোটে আকাশের গায়
মিছে কথা মিশে থাকে বাতাস লাশের গায়।


সমুদ্র হিসাব রাখে ঢেউয়ের তুফান
কত নদী মিশে গেছে গভীর মোহনায়
কত ফুল ঝরে যায়  বাসনার অবসান
আকাশ কি মনে রাখে বৃষ্টির গান?
নদী কি মনে রাখে ঝড়ের তুফান?