পড়ন্ত বিকেল মুছে জন্মের সুপ্রভাত
আঁধার পৌঁছে গেলে নিশি রাত
কাক ডাকা শুরু হলে নির্মল প্রভাত।


গগনে উঠে রবি পুলকিত আকাশ
চারিদিকের বহে সহেলী বাতাস
পুলকিত মন মন্ত্রমুগ্ধ ক্ষণ
শ্যামল প্রান্তরে প্রণয়ের রূপ কথন।


সুন্দর হরষিত হৃদয়ের আয়না
মনে মনে রচে নেয় অনন্য উপমা
তৃষ্ণার জল আর ক্ষুধার্ত মন
দুই মিলে একাকার এ ভূবন।


নিত্য সুখে দূঃখ দিতে
বাজায় নুতন সুর
মনের ঘরে  কেমন বাজে
আপনার সুখ।
বিষাদিত অন্তরে কিসের দাহ
না পাওয়ার বেদনায় পুড়ে যায় কেহ।


অনল বিষাদে কাঁদিছে ভূবন
হাসিছে আবার  কারো মন।
ক্ষণিক পেয়েছি সুখের দেখা
বিজয় হাসিতে বাজিছে ব্যাথা।