বুকের গভীরে কেঁপে উঠে গুড়ি গুড়ি শোক
বিষাদের নীল খামে দহে দুচোখ।
ফিসফিস মায়ায় উঠে অন্তরালের ঢেউ
ভ্রাতৃময় আকুলতা কী ভীষণ!  কী ভীষণ!
শুধু তুমিময়......


কুড়িয়ে নিয়েছি সব, যত ছিল জমা
পুরানো স্মৃতিদিন, বেদনার ক্ষত।
কোন একদিন হয়েছিল যে নির্মল ভোর
অথৈ সুবাস মনের, নামহীন সমুদ্র
হয়েছিল গোধূলির গোলাপ আভা
নির্জনতার নিঃশব্দে নিখোঁজ আজ কথা হীন।


কিছুই রাখেনি ঋণ, নেই বাকী--
যতটুকু হলে ফিরতে হতো না দেরী
অচেনা মিছিলে থেকে,  হারানোর আগে
চেনা পথ খুঁজে ফিরত চেনা শহর,
প্রিয়মুখের নিবিড়তায় হয়ত দিত ক্ষানিকটা
বিরতি...... তারপর  সহজ হাসির ছটায়
প্রানবন্ত  কাটতো দিন।


হাসি মুখের ভিতর এখন
বিরহী সেতারের দহন...
কারো চোখে ঝরে যন্ত্রণার জল
কেউ চুপিচুপি অব্যক্ত কথার
ভীড়ে ক্লান্ত তামাম পাথর।


অস্পষ্ট কিছু কথা
তারার ব্যাথায় খসে
না ঘুমানো ক্ষত জাগে
জমে নোনাজল আওয়াজ হীন কান্নায়
অসুখ লুকিয়ে রাখে বুক গ্লানিময় শব্দের কথায়।