পুষ্পিত ফাগুন গ্যাছে চলে
প্রতারিত সময়ের  হাত ধরে।
অকৃপণ  হৃদকোষ  আঁধার চেপে
হাসির খাপে ভরে সলাজ নয়ন।


হৃদপিণ্ডের অনুক্ষণ বসন্তে
ফোটে অমলিন গোলাপ।
মিহি সুবাসে সুমিষ্ট পবন
গড়ে অস্থিমজ্জায় বিশুদ্ধ রক্ত।


আগুনের নদী পেরোয় সাঁঝের আকাশ
হাত ধরে নিশির এরপর শীতল গভীর  চুম্বন।
শশির আলোয় ফোটে জ্যোৎস্না,
ফোটে চকিত  তারার ফুল
উল্কা হয় একগুচ্ছ রজনী গন্ধা।


পরিযায়ী বিহঙ্গও খোঁজে  নির্ভরতার আশ্রয়
ভোরের সোনালী মদ যখন খুলে দেয় স্মৃতিকুঞ্জ।
মুক্তমনে ডানাঝাপটায় সে
তারপর চলে যায়  সৌখিন গন্তব্যে।


প্রতত বিশ্বাসে স্বপ্নের গড়া মানচিত্র
ঝুলে থাকে মনের দেওয়ালে
কিছু উড়ে যাওয়া কথা জমা হয় ইথারে
আশাগুলো বন্দী হয় ভালোবাসার  ফ্রেমে।


সব ইচ্ছাগুলো রঙধনুর সাতরঙে হয়না রঙ্গীন।
ভালোবাসার ঝাঁপিটা তখন অবিশ্বাসের
কুন্ডলী পাকিয়ে নড়ে উঠে।  
প্রতনু আঘাতে ও বিচ্ছেদের সুর ধ্বনিত হয়
নির্বাক আহত বেলায় ভাষা প্রতিবন্ধী গোধূলি
এসে দাঁড়ায় নিজস্ব চৌকাঠে। 🌺🌺🌺🙏