চাঁদ উঠেছে  জ্যোৎস্না ফুটেছে
হেরিছে আঁখি বিভোর  নেশায়  
রাতের শিশির ছুঁয়ে যায় মৃত্তিকায়
কোমল শিহরণ সর্বাঙ্গে জাগায়।


জেগেছে কলি মুখেতে  লাজ
অন্তরে তার খুশির আভাস।
গগনে দেখি কিযে ফিসফিসানি
পল্লবে পল্লবে পবনের কানাকানি।


রবির কিরনে জেগেছে শরৎরানী
অনন্য দানে রঙিন প্রকৃতি
মুগ্ধ আকাশ দেখছে হেসে
উড়ছে বুনোহাঁস বাওড় বাঁশে।


শিশির হাসে লতিকার শিরে  
মল্লিকা ও কাছে ডাকে
জলজ ছোয়ায় শুধু হাসে।


মনভরে যায়  মনের আঁকা ছবিতে
রোদ ওঠে আর ফুল ফোটে
ডাকে পাখি ঝাউ শাখে
দোলায় পবন এলো বাতাসে।