নাম কি দেব মেঘলা মেয়ে
নামে কি যায় আসে
সকাল হলে মাছ ধরিতে
নৌকায় যায় সে।


নিজের কাজ  নিজে করে
কানা ঘুষা শোনে
কাজ গুলো তার শোভন নয়
মুখে সবাই বলে।
মাছ ধরা নৌকা বাওয়া এসব
নাকি মানা।

শিক্ষা তার আছে বটে
নিজে ষোল আনা
নিজের কাজ নিজে করা
দোষের তাতে কি?
লজ্জা নয় গুন বিচার
করবেন গুনী।


যার কাজ তার করা ভালো
নয় কি?
মেঘলা মেয়ে হেসে কয়
গুনী আমি গুনী
যার কাজ সে করলে
দেশ ও দশের উন্নতি।


রুপ শুধু নয় কভু
কাজে ও পটু
বিদ্যা শিক্ষা সবই আছে
গুণবতী  নয়নে যাদু।