নীলাকাশে মেঘের ভেলা
নীল নয়নের নীড়ে
বলাকার সারি উড়ে মুক্ত  ডানা মেলে
নদীর  তীরে হিজল সারি
তরঙ্গেতে দোলে।


ফটিকজলে দেখে মুখ
সুনীল আকাশ
রবির কর আঁকে  আলেখ্য তার।


কোকিলের কুহু রবে
মধুরাতির পরশ প্রাণে
সোনার থালায় সোনার রবির
প্রহর কাটে এমনি করে।


চাঁদের বাড়ি  আধখানা চাঁদ
কুয়াশার হামাগুড়ি  
দেখা যায় না পূর্ণরূপ
আকাশ করেছে মাটির সাথে আড়ি।