বনে বনে রঙ লেগেছে
ফাগুনের  শিমুল রঙে
কৃষ্ণ চূড়ায় আগুনঝরে
পলাশ বনে ফুলে ফুলে।

কোকিল ডাকে কুহু কুহু
আমের বনে শাখে শাখে
মুকুল ধরে মুহুর্মুহু।
গমের ক্ষেতে শীষে শীষে
পবন দোলায় দোয়েল নাচে।

লতায় পাতায় ঘন সবুজ
কচিপাতায় নুতন রঙে
রাঙিয়ে তোলে বসন্তেরই
গানে গানে।


হলুদ গাদায় হলুদ রঙে
হলুদ শাড়ির আঁচল উড়ে
হলুদ বরন পাখি ডাকে
বৌকথা কও বৌকথা কও
ডেকে চলে গহীন বনে।


ভালোবাসার এইতো সময়
স্বপ্ন সাজে নুতন মনে
দুটি প্রাণ একই সুরে
একই রঙে রাঙিয়ে গাহে।


কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জে
গুন গুনা গুন সুরের তালে
শিশির ভেজা পথ মিলিয়ে
গুড়ো গুড়ো মুক্তোদানা
হারায় নুতন পথের দাগে।