বাঁধন ছিঁড়ে যায়  
পাখি  বাঁধন ছিঁড়ে যায়।
খাঁচার পাখি  হয়না আপন
বনে যেতে চায়।
মুক্ত মনে ডানা মেলে উড়ে
নীল আকাশের গায় ।


বদ্ধ খাঁচায় ভালোবাসা সে যে খাঁটি নয়
দুদিনের এই দুনিয়াটায় কায়া বদলায়।
কিসের এত বাহাদুরি জারিজুরি বাড়
সবই নকল  হোক মানিক রতন
কাঙাল সবাই।


আসা যাওয়ার এই দুনিয়ায়
কেউতোআপন নয়
মাঝে শুধু খেলার খেলা
মন গুটি হয় ভবে কেউতো আপন নয়।
ছোট বড় ধনী গরীব  এতে নয় সম্মান
বড় মন যার সেতো মানুষ  বড়
ধর্মে মতি তার।


বাঁধন ছিঁড়ে প্রাণ পাখি
যায়রে চলে যায়।
যাওয়ার সময়  হলে পরে
তার শিকল বেড়ি  আপনা খুলে যায়।
দুঃখে মরি প্রাণ কাঁদে
নানা অছিলায়।
যাওয়ার সময় যাবে চলে
পিছু ফিরে নাহি চায়।