বিদায়ী কান্নার অনুভূতি তে
ঝরা পাতার নীরব অশ্রুপাত
অনুভূতির  দেয়ালে পেরেকের
ঠুক ঠাক আওয়াজ।


বুঝিনি ব্যাথার দান
নীরবে আসে ফিরে
নীরব ছকে তৃষ্ণার বুকে
জাগে পিপাসার  গান।


আগমনী  বৃষ্টির শুভেচ্ছায়
ভরে উঠে ফুলেল উঠান
সবুজ চত্বর পৃথিবীর ছাদ।


একদিন এপৃথিবী ছিল তোমার
মায়ার সংসার হাসি কান্নার ছল
এখন অন্য ভূবন তুমি  অনুভূতির নহর
মরুর উদ্যানে জেগে উঠে তোমার
স্নেহময় ভালোবাসা অফুরান।


সব ছাপিয়ে ভালোবাসা হাত বাড়ায়
আয় খুকু আয় গানটা মনে পরে যায়
মনের দেওয়ালে তোমার প্রতিচ্ছবি
সামনে এসে দাঁড়ায়।


সমুদ্রের ঢেউ উঠে
স্নেহের মায়াবী পালক উড়ে
তুমিময় ভূবনে অমর সম্রাট
অক্ষত কথাগুলো বিনে সুতার মালায়
কন্ঠে উচ্চারিত বারবার........


শব্দের সাঁজোয়া যান
শুন্যে ঘুরে ফিরে ছুঁয়ে যায়
হৃদয়ের গভীরে ভালোবাসায়।


তুমিময় এ সকাল তোমার
অনুভবী শরীর  আমার
আঁখির কোনে ভেসে উঠে
উদাসী ভাবনায়....
তোমার আদুরে চুম্বন এখনো
ভিজে যাওয়া কপোলের অনুভব খুঁজে পাই।


বুনো হাওয়ায় বুকের গভীরে
যে নদী বয়ে চলে তার সুউচ্চ সফেদ  তুফান
নদীর ভাংগনের শব্দ মাঝির গান
ওরে ও নদী, নদী রে রূপ দেখে তোর হয়েছি পাগল।


দাঁড় টানার অবিরাম শব্দ
ইঞ্জিনের গুম  গুম আওয়াজ......