ফুলের সুগন্ধি স্বপনে
খোঁপায় খুঁজেছিলাম বিশ্বাস প্রতীক্ষার মৌণতায়
অনিন্দ্য ভালোবাসায় সুন্দর প্রার্থনা ছিল মঙ্গল  মধুময়
সমুদ্রের উচ্চতায়  সজল আঁখির ভালোলাগা করছিল
জ্বলজ্বল।


যত্নে গুছানো জীবনের আশা স্নেহের হাত ধরে দীর্ঘ চুম্বনের গভীরতায় সংগ্রামী পথ পেরোয়
ব্যস্ততার আতিথেয়তায় বদলে যায় ভালোবাসা
সুগন্ধি মৌসুমে শিরের উদ্যত আচরণ  
অহমের দেরাজ পরিপূর্ণ করে কানায় কানায়।


ফুলের অবারিত সৌন্দর্যে মুগ্ধ প্রণয়ের আকাঙ্খায়
প্রজাপতির অসীম বিলাপ, ভ্রমরের গুণ গুণ গুঞ্জন  
ছুয়ে যাওয়া বৃষ্টির আলাপে মাধুরীর মৌনতা
মায়াবী মুগ্ধতায় শ্রী বাড়ায় রূপের যাদুময়তায়।


কুসুম ভুলে যায় স্বীয় সৌন্দর্য
স্বীয় সুগন্ধি মন ভোলানো রূপকথায়
দূটি হৃদয় শুদ্ধ সরোবরে করে স্নান
নব মহিমায় উদ্বেলিত জীবন ভিন্ন  আমেজ
আড়ষ্ট জিহবা ভেঙ্গেচুরে নবমল্লিকার  সূচনা  ঘটায়।


তালাবদ্ধ মন ছুটে যায় বিজন প্রান্তে
যেখানে প্রকৃতির অবাধ উন্মুখতায়
আদিম তাড়নায় সৃজন করে পরম্পরায় রক্ষিত সম্পদ
বুনোফুলে মায়াবী প্রণয় সকাল রাগে
বুনে মনের প্রণয় মাতাল মন কথা বলে
বিহ্বলতায় এই নির্জনে  
আরাধ্য সময়
তুমিময়..........।


হে মহাকাল মায়াবী ঝর্ণা
কেন চলে বেসামাল
রঙিন ভূবনে ছড়ানো ছলনার জাল।