মেঘের পাহাড় যাচ্ছে উড়ে
নীল আকাশের কিছু দূরে।
ডানা মেলে উড়ছে পাখি
রৌদ্রখেলায় মাতামাতি।

আনন্দেতে  আত্মহারা
আকাশ বাতাস পাগলপারা
সমীরণের শীতল  ধারায়
নিমগ্ন এই বসুন্ধরা ।


মনপুড়ে মানুষ খাঁটি
বৃষ্টি এলে জুড়ায় মাটি
কাদা জলে মাখামাখি
অতিমারির সংক্রমণ অতি।


প্রশংসার স্বর্ণ কাঁধে
মনে মধুর সংগীত
হাসির প্রফুল্ল আওয়াজে
বৃষ্টি এল রে রিমঝিম।


নদীর সঙ্গমে বর্ষনমদ্রিত সীমাহীন
আমোদিত উষ্ণতায় স্মৃতির ভীড়
জেলে মাছ ধরে নৌকায় পাল তুলে
ইলিশ পড়ছে ধরা ফুটছে কদম কেয়া।

নাচিছে শিখি নামিল দেয়া
আয় ত্বরা করে আয় দেখে যা
রুপালী আভায় উঠিছে উথলী
আঁধার কেটে আনন্দধারা।


ভালোবাসায়  সব আশা বেঁধো না
আশাহত প্রাণ ফুরিয়ে যেওনা
যাবার আগে খোল চিন্তণ আঁখি
মিষ্টি আবেগে বিমল কুসুমবাগে
সুরের ছোঁয়ায় জাগে সূর্যের জ্যোতি।