আকাশ ছুঁতে পারিনি
রাখিনি পা চাঁদে
জমি কেনা হয়নি মঙ্গলে।


এভারেস্টের চুড়ায় হয়নি ওঠা
দেখেছি হিমালয় বরফ ঢাকা
নাম না জানা আর ও কত
পাহাড়ের গা ছুঁয়ে  হয়নি  দেখা।

কত সমুদ্র আজ ও অচেনা
হয়নি ছুঁয়ে দেখা
প্রশান্ত সাগরের গা ছুঁয়ে
করেছি জলকেলি
আনন্দে গড়িয়েছি কত বেলা।
ছুঁয়ে দেখিনি তারা
দেখিনি কৃষ্ণগহবর নীহারিকা।


কত অজানা ভিড় করেছে
সায়াহ্নের এই বেলা
কত নিরাশা বেঁধেছে বাসা
সাজিয়ে আক্ষেপের ডালা।


এক চুমুকের জীবন মরন
সদাই করে খেলা
আশায় পাহাড় জমে উঠে
বেলা অবেলা।


বিমূর্ত এ দেনা পাওনা
গড়ে জীবন মেলা
চলতে চলতে হঠাৎ থামি
পরপারে যায় ভেলা।