আশায় বিশ্বাসে মানুষের
বুক ভরে দৃঢ় প্রত্যয়ে
সোনালী স্বপন দিনের সুর্য হাসে নীল আকাশে
পাখির গানে ক্ষীণ পান্ডুর মুখ
উষ্ণ আবেগে উষ্ণ মনের তটে  ভালোবাসা জাগে।


রক্তাক্ত যবনিকা আড়াল করে
বিস্মিত শত্রুর তিক্ত হাসি পেছনে ফেলে
ধরণী সুধা রসে স্বপ্নের প্রতিধ্বনি খুঁজে
একই রাখিবন্ধনে, সমবেত সংগীতে।
উদ্যাম উদ্বেলিত এক নুতন প্রাণ
জন্ম নেবে এই মাটির বুকে।

বর্তমান যাবে সুদূর অতীতের বুকে
ধারালো তীক্ষ্ণ ভাবনা গভীর সজোর
অনুভূতি নুতন সৃষ্টির উল্লাসে জবরদস্ত
রুপকথার গল্প হবে।


ইচ্ছার সীমানা যে নেই
অফুরন্ত শক্তি অবিচল বিশ্বাস
আত্মার আত্মিক ঐশ্বর্যের নিঃসীম ভাবনা
নিঃশব্দ উদার নিষ্প্রভ বিষন্নতা
হিমেল পবনে পালায়।


যাক দূর হয়ে যাক ঘোর অমানিশা
থাক বেঁচে স্বপ্ন আশা
ভালোবাসায় বাধা ঘর
ফুলেরা হাসুক  বৃষ্টিরা ঝরুক
খেলুক সন্তানরা খেলার মাঠে
হাসি মুখে শিক্ষালয়ে আসুক
শিক্ষার্থী সব্বাই।